বিশ্বের অন্যান্য দেশে যখন করোনার ভ্যাকসিন আসবে তখন বাংলাদেশেও আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
তিনি আরো বলেন, করোনার ভ্যাকসিনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ভ্যাকসিন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শীতের সময় করোনার প্রকোপ বাড়তে পারে, তাই করোনা মোকাবিলায় যেসব ওষুধ প্রয়োজন তা মজুত আছে।
এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত, জেলা প্রসাশক ড: ফারুক আহাম্মদ, সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পরিদর্শন করেন।