অপরাধীদের ছাড় না দেয়ার প্রত্যয় পুলিশের

নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ। নারী নির্যাতন বিরোধী সমাবেশ থেকে এ ঘোষণা দেয় তারা। একই সঙ্গে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে সচেতন হয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সারাদেশসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিট পুলিশিং-এর জনসচেতনতামূলক সমাবেশ থেকে এ কথা বলেন তারা।

পুলিশের প্রতি সমাজের মানুষের আস্থার জায়গা তৈরি ও অপরাধীদের কোনভাবেই ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করতেই এই সমাবেশ।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ।

রাজধানীর বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ। যেখানে অংশ নেন পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকের অবস্থান ছিলো সুস্পষ্ট।

রমনার ডিসি সাজ্জাদুর রহমান হুঁশিয়ারী দিয়ে বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়ন করা হবে।

সামাজিক অপরাধ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।