অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো রোগীসহ ৫ যাত্রীর

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় অ‌্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৫ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়ার বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি অ‌্যাম্বুলেন্স লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছালে বিএডিসির পণ‌্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।