বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে। যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, জনগণের সঙ্গে মিথ্যা বলে প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা! আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। তারা হারিয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে বলেই আজকে তাদের গায়ের জোরে, বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়।
আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী সরকার, ভিন্নমতকে সহ্য করতে চায় না- এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে তারা যখন বলে যে বিএনপি নেই। বিএনপি নাকি একেবারে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রত্যেক দিন একটাই কাজ- তাহলো বিএনপির বিরুদ্ধে কথা বলা। উনি বলেন, বিএনপি নাই, বিএনপি নাই। আসলে বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে, আপনি প্রত্যেক দিন বিএনপিকে নিয়েই কথা বলেন।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হতাশা দিয়ে কখনো লড়াই করা যায় না। যা করবেন আশা নিয়ে করতে হবে। সামনে সেই আশার লক্ষ্য রাখতে হবে। গণতন্ত্রের সূর্য উঠবেই।
কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি খাতে কৌশল শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড: এ কে ফজলুল হক ভূঁইয়া।
নো টেস্ট, নো করোনা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন, এরা একটা কথাও সত্য বলে না। সরকার যে ভাষ্য দেয়, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। চতুর্দিকে দেখি যে সবাই কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার ভাই, চাচা-খালা-বোন সবাই আক্রান্ত হয়েছে। খবর নিয়ে দেখবেন, খুব কম পরিবারই আছে যাদের কেউ না কেউ আক্রান্ত হয়নি। ঢাকা উত্তরের মেয়রের পরিবারের ১৯ জন আক্রান্ত হয়েছে। তারপরও তারা বলে এক হাজার জন, এক হাজার ৯০০ জন আক্রান্ত। বেশিরভাগ ক্ষেত্রে জেলাগুলোতে এখন কোনো টেস্ট হয় না। ওই যে ট্রাম্প যে বলেছে- নো টেস্ট, নো করোনা।
বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য যে আজকে ভারত স্বীকার করে যে তাদের প্রবৃদ্ধি পাঁচ শতাংশ কমে গেছে। অথচ এরা বলে প্রবৃদ্ধি ১০ ভাগ বেড়ে গেছে। ইউ জাস্ট ইমাজিন! একটা সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে। এর একমাত্র কারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন, সেই কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই।
মির্জা ফখরুল আরো বলেন, আজকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে জিডিপির ১৮ শতাংশ আর কৃষি ক্ষেত্রে ১ দশমিক ৮ শতাংশ। কেন? কারণ হলো জনগণের প্রতি যদি স্টিম রোলার চালাতে হয়, তাহলে তাদের এই পাবিলক অ্যাডমিনিস্ট্রেশন বাড়াতে হবে। তাদের খুশি রাখতে হবে। সবাইকে একটার পর একটা প্রণোদনা দিতে হবে। গাড়ি দিতে হবে। ২০১৮ সালের নির্বাচনের আগে বিশেষ বাহিনীর লোকদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ করে টাকা দিয়েছে। এখন উপসচিব পর্যন্ত গাড়ি কেনার টাকা পায়। সেই গাড়ি মেইনটেনেন্সের জন্য মাসে ৫০ হাজার টাকা পাবে। আর আমার কৃষক ভাই খাবার পাবে না। ভ্যানচালক খাবার পাবে না।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, অ্যাব নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইবরাহিম খলিল, গোলাম হাফিজ কেনেডি, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক আব্দুল করিম, শওকত আলী প্রমুখ।