দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে সিরিজের পরপরই এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাবর আজমের দল। মেগা এই দুই ইভেন্টকে সামনে রেখে আগ্রাসী ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন।
তার ভাষ্যমতে, কীভাবে আক্রমণাত্মক ক্রিকেট বাস্তবায়ন করা যায়, লাহোর ও করাচিতে এক সপ্তাহ ধরে ওই অনুশীলন করেছেন তারা। নেটে তাদের অনুশীলনও হয়েছে আগ্রাসী মনোভাব মাথায় নিয়ে।
ব্র্যাডবার্ন যোগ করেন, নেটে আমরা স্কিল দেখানোর জন্য অনুশীলন করিনি। আমরা উইনিং ক্রিকেট খেলতে চাই, সেভাবেই অনুশীলন করেছি। মাঠে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। এটা খেলোয়াড়দের কাছে আমাদের অনুরোধ নয়, এটাই চাওয়া। কারণ, আমরা ক্রিকেটের নেতা হতে চাই।
এর আগে, শ্রীলঙ্কায় আগ্রাসী মনোভাব নিয়েই টেস্ট খেলেছে দ্য গ্রিন ম্যানরা। বাবর আজমরা একই অ্যাপ্রোচে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বলে অভিমত কিউই এই কোচ ব্র্যাডবার্নের।
তার মন্তব্য, কিছু দিক থেকে দল নির্বাচন খুব কঠিন ছিল, কিন্তু অন্যদিক থেকে এটা খুবই সহজ। আমাদের প্লেয়িং একাদশ কেমন হবে, অ্যাপ্রোচ কেমন হবে; তা নিয়ে আমরা একেবারেই পরিষ্কার। আমরা কখন, কীভাবে আক্রমণ করবো, মিডল-অর্ডার ব্যাটিং কেমন হবে; এসব নিয়ে পরিষ্কার পরিকল্পনা হয়েছে। আমাদের মিডল-অর্ডার নিয়ে কিছু সমস্যা ছিল। সেখানেই স্কিল ও টেকনিক নিয়ে কিছু কাজ হয়েছে।
সাবেক এই স্কটিশ কোচ যোগ করেন, পাকিস্তানের পেস অলরাউন্ডারের অভাবও আছে। আমরা পেস অলরাউন্ডারদের এগিয়ে নিতে চাই। ক্যাম্পে এ নিয়ে কাজও হয়েছে। যারা বল ও ব্যাট হাতে বৈচিত্র্যপূর্ণ আমরা তাদের সুযোগ দিয়ে যাবো।