আগুনমুখা নদীতে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

ঢেউয়ের তোড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৪ অক্টোবর, শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড।

গত ২২ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগুনমুখা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। এদিন ১৭ জন যাত্রী নিয়ে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ঘাট থেকে বিকালে পানপট্টির উদ্দেশে ছেড়ে যায় আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন স্পিডবোটটি। পথিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে একটি চরের কাছে ঢেউয়ের তোড়ে স্পিডবোটটির তলা ফেটে যায়। এসময় ১৭ যাত্রী ও চালকসহ স্পিডবোটটি তলিয়ে যায়।

এসময় চালকসহ ১৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ জনের কোনো সন্ধান মেলেনি। পুলিশ ও উপজেলা প্রশাসন তাদের উদ্ধারে অভিযান চালায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।

অবশেষে আজ সকালে ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন—রাঙ্গাবালী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মহিবুল্লাহ (৪৫), এনজিও কর্মী মো: মোস্তাফিজুর রহমান (৩৫), কবির হোসেন (২৮), দিনমজুর মো: হাসান মিয়া (৩৫) ও ইমরান হোসেন (৩৪)।