আজ বারোই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ও ওফাত দিবস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহর আনন্দের দিন।
সারা বিশ্বের মতো দিনটি দেশেও পালিত হচ্ছে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। তবে কারোনার কারণে কিছুটা সীমিত পরিসরে এবার আয়োজন করা হয়েছে।
প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে জন্ম গ্রহণ করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এ জন্য এটি ওফাত দিবসও।