আজ রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

স্প্যানিশ লিগে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত ৮টায় লেভান্তের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। রাত ১টায় বার্সেলোনার কঠিন পরীক্ষা নেবে সেভিয়া।

লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদ শিবির। দুই ফরোয়ার্ড এডিন হ্যাজার্ড, মারিয়ানো মাঠের বাইরে। তাইতো গোল স্কোরারের সংকট এই ম্যাচের দুশ্চিন্তার কারণ জিনেদিন জিদানের। ইনজুরিতে একাদশের নিয়মিত সদস্য টনি ক্রজও । তবে ব্লাঙ্গোসরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দলের দুই লেফট ব্যাক একসাথে ইনজুরিতে পড়ায়। তাইতো এই ম্যাচে মেকশিফট লেফট ব্যাক হিসেবে মাঠে নামতে পারেন লুকাস ভাস্কেস কিংবা ন্যাচোর যে কেউ।

মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে বার্সেলোনা ও সেভিয়া। এই ম্যাচেও মেসির সাথে বার্সার বড় অস্ত্র ইনফর্ম আনসু ফাতি। তবে নিয়মিত ডিফেন্ডার ক্লেমন লেংলের সার্ভিস পাবে না কাতালান জায়ান্টরা। অন্যদিকে ইউরোপা লিগ জয়ী সেভিয়া দারুন ফর্মে আছে সেভিয়া। লোপেতেগুয়ির দলের মূল কান্ডারি লুকাস ওক্যাম্পোস। তবে বার্সার সর্বনাষ করতে পারে তাদের সাবেক দুই সেনানি ইভান রাকিটিচ ও মুনির আল হাদাদি।