পর্দা উঠল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের। উদ্ধোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস। আগেই জানা ছিল মাঠে থাকবে না কোনও দর্শক।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন মিনিস্টার রাজশাহীতে খেলছেন তিনি।
এক নজরে দুই দলের একাদশ
বেক্সিমকো ঢাকা
মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহম্মেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদত হোসেন দিপু, মোঃ আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, কাজি নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, রনি তালুকদার, মেহেদী হাসান, এবাদাত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।