ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিল সুপারস্টার নেইমারের। প্যারিসে পাড়ি দেওয়ার পর লম্বা সময় ইনজুরিতেই পার করেছেন তিনি। আবার চোট পেয়েছেন নেইমার। পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোটের কারণে পরবর্তী তিন ম্যাচে ব্রাজিল তারকাকে পাচ্ছে না পিএসজি।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নেইমার। গতকাল শুক্রবার নেইমারের চোট নিয়ে পিএসজি টিভির সঙ্গে কথা বলেন দলটির কোচ টমাস তুখেল।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী তুখেল বলেন, আমরা দুঃখিত। তার পায়ের অ্যাডাক্টরে ছোট চোট রয়েছে। সে আন্তর্জাতিক বিরতির পর ফিরবে।
আন্তর্জাতিক বিরতির আগে এই সপ্তাহে তিনটি ম্যাচ খেলবে পিএসজি। তাই তিন ম্যাচই মিস করতে যাচ্ছেন বিশ্বের দামি ফুটবলার।
এ ছাড়া কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পরের দুই ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পিএসজি কোচ ম্যাচ দুটি খেলার সম্ভাবনা দেখছেন না, আমার মনে হয় না, সে ব্রাজিলের হয়ে খেলতে পারবে। যদি সব ম্যাচে সে খেলে, তার অর্থ হবে সে চোট পায়নি, কিন্তু চোট পেয়েছে। আমাদের কাছে তথ্য হলো সে বিরতির পর ফিরে আসবে।
এদিকে, ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এর তিন দিন পর উরুগুয়ের মাঠে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ব্রাজিল। এরপর পেরুর বিপক্ষে নেইমারের হ্যাটট্রিকেই দারুণ জয় পায় তিতের দল।