মনোহরদীর একদুয়ারিয়া ছাদত আলী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ফুটবল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব খায়রুল মজিদ মাহমুদ চন্দন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সভাপতি জনাব এড. ফজলুল হক ও সাধারণ সম্পাদক জনাব বাবু প্রিয়াশীষ রায়। একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে উৎসবমুখর এই আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন একদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতা-কর্মীগন।