ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া জাহাজ ‘সারগ নন্দিনী-২’ উদ্ধার কাজ শুরু হয়নি। জাহাজটি উদ্ধারে চাঁদপুর থেকে দুইটি বার্জ আসার কথা থাকলেও সেগুলো সঠিক সময়ে এসে না পৌঁছানোর কারণে উদ্ধার অভিযান শুরু করতে বিলম্ভ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে জহুরা নামের একটি উদ্ধারকারী বার্জ ঘটনাস্থলে আসে। বুধবার সকাল থেকে ডুবুরিদল সেই বার্জটিকে ডুবে যাওয়া জাহাজের সঙ্গে বেঁধে দিয়েছেন।
তবে বুধবার দুপুর পর্যন্ত অপর উদ্ধারকারী বার্জ হুমায়ারা না আসায় এ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করা হয়নি।
এ ছাড়াও কোস্টগার্ড সদস্যরা ডুবে যাওয়া জাহাজ থেকে যাতে তেল ছড়িয়ে যেতে না পারে সে জন্য ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের মাধ্যমে পানি থেকে তেল উঠানোর কাজ অব্যাহত রেখেছেন। এর আগে মেঘনায় ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের জন্য গত মঙ্গলবার দুইটি লাইটার জাহাজ ও একটি তেলের ট্যাংকার ঘটনাস্থলে আনা হয়েছিল।
বুধবার সকাল থেকে ডুবে যাওয়া জাহাজটি থেকে নতুন করে তেল বের হতে দেখা যায়নি। কোস্টগার্ড সদস্যদেরকে নদীর পানিতে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ তুলতে কাজ করতে দেখা গেছে। উদ্ধার অভিযানের প্রথমে নদীতে যেনো তেল ছড়িয়ে পড়তে না পারে সেদিকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ’র) যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকী জানান, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে একটি বার্জ ঘটনাস্থলে এসেছে। সেই বার্জটি দুইটি টাগবোটের সাহায্যে উদ্ধারে কাজের জন্য নির্ধারিত যায়গায় নিয়ে ডুবুরিদলের মাধ্যমে ডুবে যাওয়া জাহাজের সাথে বাঁধা হয়েছে। এ পর্যন্ত আজকের (বুধবারের) কাজ সমাপ্ত করা হয়েছে। বাকী বার্জটি আসলে পরবর্তী কাজ করা হবে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার সকল সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের উজার করে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।