এবার বাইডেনের দখলে জর্জিয়া

শ্বাসরুদ্ধকর লড়াই চলছে মার্কিন নির্বাচনে। উত্তেজনার মধ্যেই জর্জিয়ায়ও ট্রাম্পকে ছাড়িয়ে জয়ের পথে বাইডেন। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে ট্রাম্পকে ৯৭১ ভোটে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। যদিও এখনও চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। 

এর আগে ভোটগ্রহণের দুইদিন পার হলেও এখনও নিশ্চিত হয়নি কে হচ্ছেন পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট? এখন পর্যন্ত ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জর্জিয়ায় এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাসের পাল্লা আরও ভারি হয়েছে তার। ফলে, জয়ের একেবারে কাছে তিনি। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের তথ্যমতে, জর্জিয়ায় এখন পর্যন্ত ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে। যেকোন মুহূর্তে ঘোষণা হতে পারে ফলাফল। যেখানে এখন পর্যন্ত দুই প্রার্থীই ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে সমান তালে লড়াই করছেন। তবে, শুরু থেকে পিছিয়ে থেকে আজ প্রাপ্ত ভোটে ট্রাম্পকে ছাড়ালেন বাইডেন। 

যেখানে এখন পর্যন্ত তিনি পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট। অপরদিকে কিছুটা পিছিয়ে থাকা ট্রাম্পের ঝুড়িতে পড়েছে ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট। ব্যবধান ৯১৭ ভোটে দাঁড়িয়েছে।

এর আগে মিশিগান ও উইসকনসিনেও পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নেন ডেমোক্র্যাট প্রার্থী। এবার জর্জিয়াও সে পথে হাটছেন তিনি। সম্ভাবনা আছে পিছিয়ে থাকা পেনসিলভেনিয়ায়ও। আর নেভাদায় আগে থেকেই সামনে বাইডেন।