কক্সবাজারের পেকুয়ায় মালবাহী মিনি ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা আমিনুল কবিরসহ অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন যাত্রী। সোমবার বিকেলে পেকুয়া সদরের নন্দিপাড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা অন্যরা হলেন অটোরিকশা চালক তালেব ও যাত্রী আক্কাস উদ্দিন।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, মালবাহী মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাস্টমস কর্মকর্তা আমিনুল। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক তালেব ও যাত্রী আক্কাস উদ্দিনের মৃত্যু হয়।
আহত অপর তিন যাত্রী পেকুয়া হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মিনি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।