করোনার প্রভাব কাটিয়ে উঠছে চীনের অর্থনীতি। বছরের তৃতীয় প্রান্তিকে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি।
সোমবার এ তথ্য প্রকাশ করেছে বেইজিং। যদিও ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
লকডাউনের প্রভাবে বছরের প্রথম প্রান্তিকে ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল চীনের অর্থনীতি। যা, ১৯৯২ সালে ৩ মাস মেয়াদী রেকর্ড সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ। প্রকাশিত বিবৃতি থেকে জানা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে খুচরা বিক্রি বেড়েছে শূণ্য দশমিক ৯ শতাংশ।
গেল মাসে এক বছর আগের তুলনায় রফতানি বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ। এদিকে চীনের সবচেয়ে বড় হাইপারমার্কেট ও সুপারমার্কেট চেইনশপ সান আর্ট কিনে নিচ্ছে টেক জায়ান্ট আলিবাবা।