করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৬শ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশের জন্য ৬শ কোটি টাকা রেখেছে বিশ্বব্যাংক। সব দেশের জন্য টিকা সহজলভ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘকে যে আহ্বান জানিয়েছেন তার প্রশংসা করেছেন সংস্থাটির বাংলাদেশ প্রধান। অনলাইনে বার্ষিক সভার উদ্বোধন পর্বে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এবং আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকও টিকা পাওয়ার ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে বলেছেন।