করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে।
দেশে নতুন করে আরও সাত হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৭০৭ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ৭২৪টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ৫৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী আটজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৯৭০ জন ও নারী দুই হাজার ২৯৬ জন।
এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন ও ষাটোর্ধ্ব ৩৪ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের নয়জন, রাজশাহী বিভাগের একজন, রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। একজন বাড়িতে, বাকি ৫২ জন হাসপাতালে মারা গেছেন।