কাজল এখন মিসেস

মাসের শুরুতেই জানা গিয়েছিল এই খবর। শুধু অপেক্ষা ছিল ৩০ অক্টোবরের। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরিয়েছে। আজ শুক্রবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার পর মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, গোলাপী মণ্ডপে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। বিয়েতে কাজল পরেছিলেন লাল লেহেঙ্গা আর গৌতম কিচলু পরেছিলেন গোলাপী পাঞ্জাবি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

এর আগে গত আগস্টে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি, প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি।

২০০৪ সালে কিউ! হো গায়া না… সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। আর ২০০৭ সালে লক্ষ্মী কালিয়ানাম সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। তিনি প্রথম সফলতা পেয়েছিলেন ২০০৭ সালে মুক্তি পাওয়া চান্দামামা সিনেমায় কাজ করে। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া মগধিরা সিনেমার পর আর পেছনে ফিরতে হয়নি এই অভিনেত্রীকে। বলিউডের সিঙ্গাম সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন কাজল।