কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

Afghan men look for their relatives at a hospital after a suicide bombing in Kabul, Afghanistan October 24, 2020. REUTERS/Mohammad Ismail

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৫৭ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুলের শিয়া অধ্যুষিত দাশত-এ-বারচি এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, হামলাকারী বিস্ফোরক নিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু নিরাপত্তারক্ষী তাকে ভেতরে যেতে বাধা দেন। ওই প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে।

এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এর আগেই তালিবান জানিয়েছে, এ হামলায় তাদের কোনো দায় নেই।