কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গৃহবধূ ধর্ষণ মামলায় জুয়েল (৩০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ পাওয়া জুয়েলের বাড়ি কুমারখালী উপজেলার সদরপুর গ্রামে।

জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় আসামি জুয়েল গৃহবধূকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ২০১৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় স্বামীর অনুপস্থিতিতে আসামি ঘরের মধ্যে ঢুকে গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে জুয়েলের নামে কুমারখালী থানায় ধর্ষণ অভিযোগে মামলা করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল হালিম জানান, কুমারখালী থানার গৃহবধূ ধর্ষণ মামলাটি অভিযোগ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।