করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুজিববর্ষ উপলক্ষে আজ ও প্রতি মাসের প্রথম রোববার প্রবেশ ফ্রি করা হয়েছে।
সাত মাস পর খুলছে জাতীয় চিড়িয়াখানা। করেনা সংক্রমণ ঠেকাতে গেলো ২০ মার্চ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয় এই বিনোদনকেন্দ্র। এই সময়ে বানর, হরিণ, গাধা, ময়ূরসহ অনেক পরিবারে এসেছে নতুন অতিথি। জন্ম হয়েছে ১১৫টি প্রাণীর।
চিড়িয়াখানা খোলা উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে চারপাশের পরিবেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় প্রবেশ ও অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। দর্শনার্থীদের মাস্ক ও একমুখী পথ ব্যবহারের পাশাপাশি খাবার নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, গেলো ৭ মাসে চিড়িয়াখানার পশুপাখিদের শান্ত পরিবেশে দিন কেটেছে। সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সেখানকার কর্মীরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা।