গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী হিসেবে চায় আওয়ামী লীগ : কাদের

কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী শক্তি হিসেবে চায় আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাত ওয়ারি আলোচনা সভায় এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে। কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয়। কোনো দল অন্য দলকে বিরাজনীতিকীকরণে নিতে পারে না যতক্ষণ ওই দল জনগণের কথা বলে, জনসংশ্লিস্ট কর্মসূচিতে সক্রিয় থাকে। বিএনপির জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাই তারা বিরাজনীতিকীকরণের কথা বলছে। তাদের সিনিয়র নেতারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নেতৃত্বের প্রতি অনাস্থায়। নেতারাই বলছে, বিএনপি একটি কোমরভাঙা দল। দলের মহাসচিবের বাসায় হামলা করেছে কর্মীরা। তাই বলব, সরকারের দূরতম কোনো ইচ্ছে নেই বিএনপিকে দুর্বল করার। বিএনপি নিজেই নিজেদের ক্ষতির জন্য যথেষ্ট।

সরকার বিরাজনীতিকীকরণের তো নয়ই বরং গণতন্ত্রের স্বার্থে আরো সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল চায় বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের আস্থা নিয়েই এগিয়ে চলেছে সমৃদ্ধ আগামী নির্মাণে। এ অগ্রযাত্রায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে নির্বাচন কমিশন ও সরকারের ওপর। নির্বাচনেকে ভয় পেয়ে যারা নির্বাচনের দিন সরে দাঁড়ানোকে অভ্যাসে পরিণত করেছে তারা জনগণ থেকে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হবে। তাদের হটকারিতাই তাদের জনগণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বিচ্ছিন্নতা বুঝতে পেরে বিএনপি বিরাজনীতিকীকরণের কল্পিত অভিযোগ আনছে সরকারের বিরুদ্ধে।

সড়ক নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিকল্পনা দলিলে আগামী পাঁচ বছরে সড়ক বিভাগের আওতায় ৫৫০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করা এবং সেতু বিভাগের আওতায় চলমান ছয়টি ছাড়াও ১৫টি প্রকল্প পরিকল্পনায় নেওয়া হয়েছে। তিনি আরো জানান, গত ১২ বছরে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে। প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার চার লেনে উন্নীতকরার কাজ চলমান।

২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণের সময়বদ্ধ পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, একটি রুটের কাজ এগিয়ে চলছে, দুটি রুটের ভৌত কাজ শিগগিরই শুরু হবে এবং বিআরটি প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলছে।

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতি জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে এরইমধ্যে ৩৪টি স্প্যান বসানো সম্পূর্ণ হয়েছে, যা দৃশ্যমান এখন ৫.১ কিলোমিটার। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলেরও দুটি টিউবের মধ্যে একটি টিউবের খনন কাজ শেষ হয়েছে। অপরদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ প্রায় ৫৬ ভাগ শেষ হয়েছে।

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাত ভিত্তিক ভার্চুয়াল সভায় পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রমুখ।