গাজীপুরে বিভিন্ন শুটিং স্পটে শুটিং এর নামকরণ করে চলছে অবাধে দেহ ব্যবসা। গাজীপুর পুবাইল হোতাপাড়া এসব শুটিং স্পটগুলোতে শুটিং এর নামকরণ করে এক প্রকার অসাধু চক্র গড়ে তুলেছে দেহ ব্যবসার ঠিকানা। মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে শুটিংয়ের কথা বলেও অনেকে মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করে তুলছে।নায়িকা হবার লোভে অনেক মেয়েরাই গ্রাম থেকে শহরে ছুটে আসে ফোনে যোগাযোগের মাধ্যমে আর তাদের এই সরলতার সুযোগকে কাজে লাগিয়ে তাদের দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে একপ্রকার শুটিং এর চরিত্র ধারী পরিচালক-প্রযোজক ক্যামেরাম্যান সহ মেকাপম্যান। তাদের শুটিংয়ে না থাকে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট। শুটিংস্পট ভাড়া নিয়ে শুধু ক্যামেরা দিয়ে তারা মনগড়া অশ্লীলতায় ভরা ভিডিও ফুটেজ তৈরি করছে। আর এসব ভিডিও ফুটেজগুলো তারা ভিউ হবার লুবে ইউটিউবে আপলোড করছে। তাদের তৈরি করা ভিডিও গুলোতে না থাকে কোন সামাজিকতা না থাকে কোন শিক্ষণীয়তা। গাজীপুরের বিভিন্ন শুটিং স্পট ঘুরে জানা যায় তারা টাকার বিনিময়ে এসকল শুটিং স্পট গুলো ভাড়া দিয়ে থাকে। ভাড়া নেওয়ার পর ভাড়াকৃত লোকজন কোন ধরনের শুটিং করে তা জানার ইচ্ছাও প্রকাশ করেনা শুটিং স্পর্ট এর মালিকগণ। গতকাল রাত বারোটার দিকে গাজীপুর হোতাপাড়া খামারবাড়ি নামক শুটিং স্পটে সরেজমিনে গিয়ে দেখা যায় শুটিং ধারী অসংখ্য লোক কে। তাদের কে হাতেনাতে দেহ ব্যবসার সাথে সম্পৃক্ত দেখা যায়। স্থানীয় লোকজনের জবানবন্দিতে তারা বলেন যদি জরুরী ভিত্তিতে এদের বিরুদ্ধে প্রশাসনিক দৃষ্টি আরোপ করা না হয় তবে এর ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে।