গাজীপুরে সোয়েটার কারখানায় শ্রমিকদের হামলা, বিক্ষোভ, ভাঙচুর, সড়ক অবরোধ



গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার কারখানায় জ্যাকার
মেশিন বসানোকে কেন্দ্র করে বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায়
হামলা, ভাঙচুর করেছে। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান
নিয়ে এক ঘন্টা সড়ক অবরোধ করে। এসময় তারা পার্শ্ববর্তী কোস্ট টু
কোস্ট নামে অপর একটি কারখানায় ভাঙচুর চালায় এবং বেশ কিছু গাড়ির
কাঁচ ভাঙচুর করে। ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় শ্রমিক ও
পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের
সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। উদ্ভূত পরিস্থিতি
মোকাবেলায় আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে
কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ শ্রমিক, পুলিশ ও স্থানীয়রা জানায়, দিগন্ত সোয়েটার কারখানায়
জ্যাকার মেশিন বসানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সম্প্রতি ছাঁটাই
আতঙ্ক দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা শ্রমিক
ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে। মঙ্গলবার মালিক পক্ষ পুলিশের
উপস্থিতিতে শ্রমিকদের দাবি মেনে নেয়। কিন্তু বুধবার সকালে শ্রমিকরা
দিগন্ত কারখানায় কাজ করতে গিয়ে বিভিন্ন সেকশনে মেশিনের লাইট,
মেশিন সড়ানো অবস্থায় দেখতে পান। পরে তারা আন্দোলনে নেমে
নির্বিচারে ভাঙচুর চালায় এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি
করে। এক পর্যায়ে শ্রমিকরা মিছিল সহকারে বের হয়ে পাশ্ববর্তী কোস্ট টু
কোস্ট কারখানায় হামলা চালায়। এসময় তারা কারখানার মূল ফটক ভেঙ্গে ভেতরে
প্রবেশ করে। সেখানে তারা ভবনের কাঁচ, আইটি সেকশনের কম্পিউটার,
মেশিনপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথি বাইরে ফেলে দেয়। পরে তারা
মোটর সাইকেল, প্রাইভেটকার, পিকআপসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর
করে। এসময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় পথচারীসহ
অন্তত ১০জন আহত হন। আহতদের হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক
চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে
গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে এবং তাদের সড়ক থেকে হটিয়ে দেয়।
শ্রমিকরা আন্দোলন ত্যাগ করলে সকাল ১০ টার দিকে সড়কে যানবাহন চলাচল
শুরু হয়। শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে আশেপাশের কয়েকটি কারখানা
ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
মোতায়েন রয়েছে।
বাসন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দিগন্ত সোয়েটার কারখানার মালিক
পক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলার কারণে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।