নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এক গৃহবধূকে অপহরণের পর ঢাকায় ৬দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জের ওই গৃহবধূকে অপরিচিত নম্বর থেকে এক নারী কল করে তার স্বামীর সন্ধান দেয়ার কথা বলে তাকে কাঁচপুর মেঘনাসেতু এলাকায় যেতে বলে। পরে ওই নারী মেঘনাসেতু এলাকায় পৌঁছালে আগেই ওৎপেতে থাকা মাহফুজসহ অজ্ঞাত আরো ৩ জন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে তাকে মাহফুজের বাসায় নিয়ে আটকে রেখে ৬ দিন ধর্ষণ করে সে। এদিকে ওই নিখোঁজ গৃহবধূর মা সোনারগাঁও থানায় জিডি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে রাজধানীর দোহারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পিবিআই। শুক্রবার আটক করা হয় প্রধান অভিযুক্ত মাহফুজকে। এ ঘটনায় তিন জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা করেছেন নির্যাতিতার মা।