গোলের দেখা পেলেন মেসি, বড় ব্যবধানে জয় বার্সার

অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তিন ম্যাচ আগে বল পায়ে কোনও গোলের দেখা পাননি বার্সেলোনা অধিনায়ক। ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। মেসি করেছে এক গোল। এছাড়া এক গোলের পাশাপাশি একটি এসিস্টও করেছেন তিনি।

ন্যু ক্যাম্পে এদিন ১০ মিনিটে স্বাগতিকদের জালে বল দেয় ফেরেঞ্চভারোসের এনগুয়েন। তবে অফসাইডে থাকায় সেটি বাতিল হয়ে যায়। খেলার ২৭ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। আর সেখান থেকেই দলকে এগিয়ে দেন মেসি।

খেলার ৪২ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি।  দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। গোলটি করেন কৌতিনহো। ম্যাচের ৬৮ মিনিটে ডি-বক্সে ফেরেঞ্চভারোসের এনগুয়েনকে ফাউল করে লাল-কার্ড দেখেন পিকে। পরে পেনাল্টি থেকে ব্যবধান কমান খারাতিন।

খেলার ৮২ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন পেদ্রি। ম্যাচে ৮৯ মিনিটে ডি-বক্সে মেসির ছোট পাস থেকে গোল করেন দেম্বেলে।

ন্যু ক্যাম্পে এদিন ১০ মিনিটে স্বাগতিকদের জালে বল দেয় ফেরেঞ্চভারোসের এনগুয়েন। তবে অফসাইডে থাকায় সেটি বাতিল হয়ে যায়। খেলার ২৭ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। আর সেখান থেকেই দলকে এগিয়ে দেন মেসি।

খেলার ৪২ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি।  দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। গোলটি করেন কৌতিনহো। ম্যাচের ৬৮ মিনিটে ডি-বক্সে ফেরেঞ্চভারোসের এনগুয়েনকে ফাউল করে লাল-কার্ড দেখেন পিকে। পরে পেনাল্টি থেকে ব্যবধান কমান খারাতিন।

খেলার ৮২ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন পেদ্রি। ম্যাচে ৮৯ মিনিটে ডি-বক্সে মেসির ছোট পাস থেকে গোল করেন দেম্বেলে।