রাজধানীর চাঁদনী চকের বলাকা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মার্কেটে আগুন লাগে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন দমকল বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তবে আগুর লাগার কারণ তিনি বলতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।