জাতীয় চার নেতা হত্যায় জড়িত বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সকালে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগারে চার নেতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, শুধু বিপথগামী সেনাসদস্যই নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিলো। হত্যায় কারা কর্তৃপক্ষের ভূমিকা বিষয়ে কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি চার নেতার পরিবারের।