পাবনার আতাইকুলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাপ প্রামানিক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তার মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে আহত গোলাপ প্রামানিকের মৃত্যু হয়। নিহত গোলাপ আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, জয়কৃষ্ণপুর গ্রামের গোলাপ প্রামানিক ও একই এলাকার শাহাদত আলী গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিলো।
শুক্রবার বিকেলে শাহাদৎ গং অতর্কিত গোলাপ প্রামানিকের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। হামলায় গোলাপ প্রামানিক, তার বাবা আব্দুল প্রামানিক ও ভাই শুকুর প্রামানিকসহ ছয়জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ প্রামানিক মারা যায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।