যুক্তারাষ্ট্র নির্বাচনে জর্জিয়ার স্টেট সিনেটর পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান।
ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি।
গেল ৯ জুন হওয়া দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশ নেয়নি। একই সঙ্গে সিনেট ডিস্টিক্ট্র আসন ৫-এ কোনও রিপাবলিকান প্রার্থী নেই। তাই শেখ রহমাই বিজয়ী হলেন।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের শরারচর গ্রামে জন্ম শেখ রহমানের। ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।