জাতীয় দলের বিশ্বকাপ জার্সিতে সুন্দরবন-বাঘ জামদানি

০১অক্টোবর ২০২২(প্রভাত নিউজ) এ মাসেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপে খেলার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এজন্য শুক্রবার রাতে দেশ ছেড়েছে টাইগাররা। তাঁদের বিদায়ের দিনে বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপের জার্সি উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিশ্বকাপের জার্সি দেখানো হয়েছে। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন, বাঘ আর জামদানির মেলবন্ধনে তৈরি করা হয়েছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ জার্সি।