তামিম-সাদমানের রানে ফেরা, ব্যর্থ মুশফিক-মুমিনুল

দুই দিনের দ্বিতীয় অনুশীলন ম্যাচ শেষ হলো আজ। গতকাল সোমবার শুরু হওয়া অনুশীলন ম্যাচে আগে ব্যাট করে ওটিস গিবসন একাদশ। ব্যাট করতে নেমে তাসকিন, তাইজুল, মিঠুনদের বোলিং দাপটে গিবসন একাদশ ৮ উইকেটে ২৪৮ রান তুলে ঘোষণা দেয় ইনিংস।

গিবসন একাদশের হয়ে ৫৯ রান করেন ইমরুল কায়েস আর ৫৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কুক একাদশের হয়ে তাসকিন নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ মিঠুন নেন ২ উইকেট।

রায়ান কুক একাদশের হয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান হোসেন গড়েন ১০৭ রানের জুটি। তামিমের ৮০ বলে ৬৪ রানে বিদায়ে ভাঙ্গে জুটি।

তামিমের বিদায়ের পর কুক একাদশের ব্যাটারদের উইকেটে আসা-যাওয়ার মিছিলে দৃঢ় ছিলেন সাদমান ইসলাম। গত ম্যাচে শতক হাঁকানো মুমিনুল হোক এই ম্যাচে ফেরেন ১০ রানে। মুশফিকুর রহিম করেন ১১ রান।

তবে সাদমান ইসলাম ৯৯ বলে খেলেন ৮৩ রানের ইনিংস। দিন শেষে রায়ান কুক একাদশের সংগ্রহ হয় ৪ উইকেটে ২০১ রান। গিবসন একাদশের হয়ে ২ উইকেট নেন নাঈম হাসান ও ১টি করে উইকেট নেন রুবেল হোসেন এবং মোসাদ্দেক হোসেন।