তারেকের বক্তব্য প্রচার বন্ধের রুলে পক্ষভুক্তির আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা প্রশ্নে রুল শুনানিতে পক্ষভুক্ত হতে বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট আবদুল জব্বার ভূইয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানিতে পক্ষভুক্ত হতে গতকাল বুধবার (২৩ আগস্ট) হাইকোর্টের একই বেঞ্চে আবেদন উপস্থাপন করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবদুল জব্বার ভূইয়া।

ওইদিন তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিষয়ে রুলের লিখিত জবাব দেওয়ার কথা আদালতকে জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষে আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে এ তথ্য জানান।

পরে এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরবর্তী দিন ঠিক করেন হাইকোর্টের একই বেঞ্চ।

বিএনপিপন্থি আইনজীবীর রুলের পক্ষভুক্তির আবেদনের বিষয়ে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সানজিদা খানম গতকাল বলেছিলেন, স্বয়ং তারেক রহমানের ওকালতনামা ছাড়া কোনো আইনজীবী তার পক্ষে আদালতে শুনানি করার সুযোগ পাবেন না। যিনি (আবদুল জব্বার ভূইয়া) আবেদন করেছেন তিনি সিনিয়র নাগরিক হিসেবে আবেদন করেছেন। কিন্তু আবেদনটি কোন গ্রাউন্ডে তা উল্লেখ করা হয়নি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার নিয়ে প্রায় সাড়ে আট বছর শুনানি না হওয়া রুলটি রিটকারীদের পক্ষ থেকে সম্প্রতি শুনানির আবেদন করা হয়। হাইকোর্টের নির্দেশে রুলের নোটিশ তারেক রহমানের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয় বলে গত মঙ্গলবার আদালতকে জানান রিটকারী পক্ষের আইনজীবীরা।

ওইদিন জবাবে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতকে বলেন, গুলশানের যে ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে সেটি তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই তার ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। তখন আদালত বলেন, আইন অনুযায়ী আবেদনকারীরা নোটিশ পাঠিয়েছেন বলেছেন।