তুরস্ক এবং গ্রিসে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এরমধ্যে ২০ জনেরই প্রাণ গেছে তুরস্কে। আহত হাজারেরও বেশি মানুষ।
ভেঙে পড়েছে ২০টির বেশি ভবন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) বলছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে এজিয়ান সাগরের উপকূলীয় অঞ্চল ইজমির প্রদেশে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্পটি। কেঁপে ওঠে তুরস্ক এবং প্রতিবেশি গ্রিসের কয়েকশ কিলোমিটার এলাকা।
এরপর কমপক্ষে ১৯৬টি আফটার শক আঘাত হেনেছে। যার মধ্যে অন্তত ২৩টি ছিল ৪ মাত্রার ওপরে। সমতল থেকে মাত্র ২১ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল হওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়া ভবন গুলোতে নিরাপত্তা বাহিনী ও ফায়ারসার্ভিসের উদ্যোগে চলছে উদ্ধার তৎপরতা।