দীর্ঘদিন ধরে ফুটবলে শাসন করছেন এ সময়ের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় দুই তারকার দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা। কিন্তু রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ায় রং হারিয়েছে লা লিগা। এখন আর এল ক্ল্যাসিকোয় আগের মতো উত্তাপ ছড়ায় না। আগ্রহ হারিয়েছেন দর্শকও।
এবার চ্যাম্পিয়নস লিগের সুবাদে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ হয়েছে ভক্তদের। ২৮ অক্টোবর মুখোমুখি হবে বার্সেলোনা-জুভেন্টাস। কিন্তু ওই ম্যাচের আগেই ভক্তদের অপেক্ষায় পানি ঢেলেছে করোনাভাইরাস। পর্তুগালে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদো। তাতে বার্সার বিপক্ষে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
এ খবর শুনে খুশিই হওয়ার কথা ছিল বার্সার। কিন্তু খুশি নন অধিনায়ক মেসি। তিনি চান এই দ্বৈরথ হোক। বার্সা অধিনায়কের বিশ্বাস, দ্রুতই করোনামুক্ত হবেন রোনালদো। বার্সার বিপক্ষে জুভেন্টাস ফরোয়ার্ডকে পেতে আশাবাদী রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
ইংল্যান্ডভিত্তিক ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ডিএজেএনকে মেসি বলেন, ক্রিস্টিয়ানো যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলত, তখন ম্যাচগুলো (এল ক্ল্যাসিকো) বিশেষ কিছু ছিল। তাদের বিপক্ষে ম্যাচ বরাবরই বিশেষ। তবে ক্রিস্টিয়ানো থাকলে ম্যাচের পরিবেশ-পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।
বর্তমান বাস্তবতা মেনে নিয়ে রোনালদোর সুস্থতা কামনা করে মেসি বলেন, এটা (এল ক্ল্যাসিকোর লড়াই) এখন অতীত। আমরা সবাই এখন সামনের দিনের কথা ভাবি, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হই। বুধবার তেমনই একটা চ্যালেঞ্জের সামনে পড়া লাগতে পারে। আমরা আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠবে রোনালদো এবং এই ম্যাচে খেলবে সে।
সেইসঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে দারুণ লড়াই উপহার দেওয়ার আভাস দিয়ে আর্জেন্টাইন তারকা বলেন, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং বিশ্বের সব ফুটবলভক্তই দারুণ সব ম্যাচ উপভোগ করেছে। আমরা আশা করছি, বুধবারও তাদের তেমনই কিছু উপহার দিতে পারব।