মত প্রকাশের স্বাধীনতার নামে কোন ধর্মীয় নেতার ব্যঙ্গচিত্র প্রকাশকে সমর্থন করে না বিএনপি। এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিক্রিয়ায় কোন হত্যাকাণ্ডকেও সমর্থন করে না দল। এছাড়া ব্রিফিংয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের পর দেশের জনগণের গণদাবির পরও কোন প্রতিক্রিয়া না দেখানোয় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।