ধর্ষণ মামলায় ঢাকা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি সবুজ ৫ দিনের রিমান্ডে

ধর্ষণ মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার সহযোগী বিবি ফাতেমা ঝুমুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বুধবার রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে সবুজ ও ঝুমুরকে গ্রেপ্তার করা হয়। মামলায় ঝুমুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাজিজুর রহমান জানান, এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় সবুজ আল সাহবার এবং বিবি ফাতেমা ওরফে ঝুমুর (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ। এদিকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।