ফরিদপুরের সদরপুরে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলার চত্বরে নিক্সন চৌধুরী ও জাফরউল্লাহ গ্রুপের একই সময়ে ও একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থকেরা নিক্সনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেয়। পাল্টাপাল্টি সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
গত ১০ অক্টোবর অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা হয়।