নেত্রকোনায় বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাইয়ের নাম ইমান আলী (৬০)। তিনি ওই ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আমজাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমির একটি বাঁশঝাড় নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে ইমান আলী বাঁশ কাটতে গেলে ছোট ভাই আমজাদ আলী বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উত্তেজিত হয়ে ছোট ভাই আমজাদ আলী দা দিয়ে বড় ভাই ইমান আলীকে কুপিয়ে মারাত্মক আহত করেন।

পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমান আলীকে মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। আসামির পক্ষের সবাই পলাতক রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।