রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) ও মৃত আবু জাকিরের ছেলে বাবু (৪৫)।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী একজন সবজি বিক্রেতা। তিনি পাওনা টাকা আনতে সন্ধ্যার দিকে ধামিলা লাড্ডুর মোড়ে যান। সেখানে যাওয়ার পর শুকুর, রনি ও বাবু মিলে আমবাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার নারী দামকুড়া থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দিলে শুকুরকে গ্রেপ্তার করা হয়। এরপর ঘটনাস্থল গোদাগাড়ী থানায় হওয়ায় গোদাগাড়ী থানা পুলিশের সহায়তায় রনি ও বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই ওই নারী তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। আর ধর্ষণের শিকার নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।