পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু, ৪ পুলিশ সদস্য বরখাস্ত, প্রত্যাহার ৩

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে।

বিকালে এসএমপি’র উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, হত্যার অভিযোগ ওঠায় বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সাময়িক বরখাস্ত সদস্যরা হলেন, ফাড়ি ইনচার্জ এস আই আকবর। এছাড়া এ এস আই তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশীদ। একই সাথে এসআই আশিক এলাহী, এ এস আই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনায় গতকাল নিহতের স্ত্রী বাদি হয়েছে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, কাস্টগড়ে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আহত হয়ে মৃত্যু হয় রায়হানের। যদিও স্থানীয়রা জানিয়েছেন, কোন ছিনতাই বা গণপিটুনির কথা তারা শোনেননি।
পরিবার দাবি, পুলিশের নির্যাতনেই রায়হানের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন ছিলো।