প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। যদি এই বছর স্কুল খোলে তবে এই সিলেবাসের উপর শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। না হলে অটোপাশ দিয়ে সনদ দেবে স্ব স্ব প্রতিষ্ঠান।
স্কুল বন্ধ ১৫ নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রাথমিকে এখনও চূড়ান্ত হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, যদি স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয় তবে শিক্ষার্থীদের একমাস স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া হবে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও করা হচ্ছে।
এবার পিইসি পরীক্ষা হচ্ছে না তাই কেন্দ্রিয়ভাবে কোন সনদও দেয়া হবে না। তবে স্ব স্ব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সনদ দেবে।
শিক্ষকরা বলছেন, একাডেমিক কার্যক্রম চালানোর সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
বিদ্যালয় খোলা না গেলে বাড়িতে বসেই এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করবে শিক্ষার্থীরা জানিয়েছে মন্ত্রণালয়।