ফার্মগেট-উত্তরা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির

রাজধানীর ফার্মগেট এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএনসিসি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা।

অভিযানে ফার্মগেট ফুটওভার ব্রিজ ও এর আশেপাশে প্রায় দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয় এবং ৩ ব্যক্তিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরা ৫ নম্বর সেক্টর লেক ব্রিজের উপরে এবং আশেপাশে প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।