ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ১০

দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহাবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লং মার্চে ফেনীতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শেষে বিক্ষোভকালে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা চালানো হয়। 

এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে লং মার্চকারীরা সমাবেশ করেন। 

লং মার্চকারীরা জানান, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় গেলে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠি শোঠা নিয়ে হামলা করে। এ সময় লং মার্চকারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, যাওয়াদ ও পথচারীসহ ১০ জন আহত হয়।

তাদের দাবি, সমাবেশে সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনা করে বক্তব্য দেয়ায় পুলিশি পাহারায় এ হামলা চালানো হয়েছে।

এর আগে শহরের শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সংসদের ছবির উপর লাল রং লাগিয়ে নেতিবাচক বক্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সাথে লং মার্চকারীদের বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময়  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।