বঙ্গবন্ধু রেলসেতু প্রকল্প ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সেতুমন্ত্রী বলেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর থেকে সেতু বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। দুভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। একটি সিরাজগঞ্জ অংশে অপরটি টাঙ্গাইল অংশে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। কিন্তু বঙ্গবন্ধু রেলসেতু চালু হলে ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে রেলমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী রেলকে নিয়ে আগামী দিনে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য পরিকল্পনা নিয়েছেন। মাত্র ৪৪টি ট্রেন এখন পারাপার হচ্ছে। এতে সময় নষ্ট এবং শিডিউলের বিপর্যয় ঘটছে। এটি দূর করার জন্য একটি ডেটিকেটেড ডুয়েলগেজ ডাবল লাইন সেতু করা হচ্ছে। এই সেতুটি বাস্তবায়ন হলে ১০০ কিলোমিটার বেগে দুটি ট্রেন একসঙ্গে পার হতে পারবে।
বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডাবল লাইন ডুয়েল গেজ নতুন একটি সেতু করতে যাচ্ছি। তাঁর নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু রেলসেতু। জাপানের অর্থায়নে (জাইকা) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। টেন্ডারসহ অন্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।-যোগ করেন রেলমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো: শামসুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ, প্রকল্প পরিচালক কামরুল আহসান, বঙ্গবন্ধু সেতু তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রমুখ।