বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যের ডাক দিলেন ইমরান খান

ইসলামফোবিয়া ছড়ানোর বিরুদ্ধে মুসলমানদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তিনি মুসলিম বিশ্বের নেতাদের কাছে একটি চিঠি লিখেছেন।

বার্তা সংস্থা পার্স টুডে জানায়, বুধবার লেখা ওই চিঠিতে ইমরান বলেন, সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কুরআন ও বিশ্বনবী (সা:)-কে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোতে ইসলামফোবিয়া (ইসলামভীতি) বেড়ে চলারই প্রতিফলন।

এদিকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর শহরে গতকাল দেওয়া এক বৃক্ততায় ইমরান বলেন, ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ধর্মপালনকারীদের স্পর্শকাতর বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।

বিশ্বনবী (সা:)-কে অবমাননাসহ মুসলমানদের প্রতি বৈষম্য ও নারীদের হিজাব পরার অনুমতি না দেওয়ায় পশ্চিমা শাসকদের সমালোচনা করেন ইমরান।

এর আগে বিশ্বনবী (সা:)-কে অবমাননা করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন ইমরান খান।