Home খেলা বিসিবির প্রণোদনা পাচ্ছে ১৭২০ ক্রিকেটার

বিসিবির প্রণোদনা পাচ্ছে ১৭২০ ক্রিকেটার

করোনাভাইরাসের ছোবলে স্থবির দেশের ঘরোয়া ক্রিকেট। আয়ের পথ বন্ধ হয়ে গেছে ক্রিকেটারদের। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশের আপামর ক্রিকেটাররা। অনেকে খেলা ছেড়ে অন্য পেশায়ও চলে গেছেন। গত বছরের মতো এবারও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি।

কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ১ হাজার ৭২০ ক্রিকেটারকে আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঈদুল ফিতরের আগেই প্রায় ২ কোটি টাকা ক্রিকেটারদের মধ্যে বিতরণ করবে বিসিবি। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

করোনার কারণে ঢাকার ক্লাব ক্রিকেট স্থগিত হয়ে আছে। ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার পর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই রাউন্ড পরই এনসিএল স্থগিত করা হয়। সার্বিকভাবে তাই ঈদের আগে দিশাহীন ক্রিকেটাররা। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। পুরুষদের মধ্যে বিসিবির চুক্তিতে থাকা ক্রিকেটাররা অর্থ সাহায্য পাবেন না।

তবে বিসিবির চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররা এই অনুদানের অর্থ পাবেন। অনুদানের বিসিবি জানিয়েছে, অনুদান পেতে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরে খেলা ক্রিকেটাররা। পুরুষদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ এবং নারীদের ক্ষেত্রে জাতীয় নারী ক্রিকেট দল, নারী ইমার্জিং, অনূর্ধ্ব-১৯, জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন লিগ ও প্রথম বিভাগ লিগ থেকে ক্রিকেটারদের নাম বাছাই করা হয়েছে।