রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুক আহম্মদের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় মারা যান তিনি।
এ ঘটনায় দগ্ধ আরো ৩ জন আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ফারুক বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন। তার শরীরের ৫৬ শতাংশ বার্ন ছিল। ওই ঘটনায় আরো ৩ জন চিকিৎসাধীন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অপর দগ্ধরা হলেন দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মচারী সাইদুর (৩৩), ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরো ৩ জন তুলনামূলক কম দগ্ধ হন। তারা হলেন -কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।
গেল ২৭ অক্টোবর দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বেড়ী বাঁধ সংলগ্ন ভাঙারির দোকানটি বিস্ফোরণে কেঁপে ওঠে।