সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের গেটে একটি গাড়ি দুর্ঘটনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দ্রুতগতির একটি গাড়ি মসজিদের গেটে গিয়ে ধাক্কা খায়।
প্রশাসন বলছে, অস্থায়ী ব্যারিকেড ভেঙে ৮৯নং বাদশা ফাহাদ ফটকের ভেতর যাওয়ার সময় আটকে যায় গাড়িটি। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে গাড়ি চালককে। আটককৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যম বলছে তিনি সৌদি নাগরিক। দুর্ঘটনার সঠিক কারণও এখনও জানা যায়নি; চলছে জিজ্ঞাসাবাদ।
ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েছিলো গাড়িটি। করোনার কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে নামাজের জন্য খুলে দেয়া হয় পবিত্র মসজিদ।