মালয়েশিয়া থেকে আমদানি করা বিপুল ‘আইস’ নামের ব্যয়বহুল মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে আইসসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।